যেখানে তোমার অনুভূতির দাম নিতান্ত সস্তা ঠিক সেইখানটায় তুমি বারবার বিক্রি করতে যাও... কি দরকার অকারণে খুচরো দামে নিজের অনুভূতি বিক্রি করার? কি দরকার!!
.
এই ভুলগুলো কিন্তু আদৌ ছোট না... আমরা একবার না দুইবার না আমরা বারবার এই ভুল করে থাকি এবং করতেই থাকি!!
.
যে তোমাকে বুঝতে চায় না, তাকে আগবাড়িয়ে বারবার ডাকার মানেই হয় না... যে তোমার আবেগকে সস্তা ফুলের তোড়া ভাবে, তাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো লজিকই নাই!!
.
ডিসিশন তোমার, ভালো থাকাটাও তোমার, তুমি বুঝে নাও!!🙂
© আহসান শেখ
Comments
Post a Comment