দেখোইনা একবার ভালোবেসে,
থাকবে তুমি আমার নিশ্বাসে।
দেখোইনা একচিলতে হেসে,
দুঃখকে তাড়িয়ে দেবো ভালোবেসে।
দেখোই না এই চোখে চোখ রেখে,
কতটা ভালোবাসা জমিয়ে
রেখেছি দু নয়নের বাকে।
জানি তুমি আসবে না,
আমায় ভালোবাসবে না,
হয়তো তোমার স্বপ্নে ও আমি থাকি না,
তাও একটা প্রহর ও তোমায় ভাবনাবিহীন কাটে না।
এই স্নিগ্ধ আধারে ও তোমায় খুজি,
আমি তোমাতেই ভাবি যখনি 'দু' চোখ বুঝি।
দেখোইনা একটিবার ভেবে,
আমার মতো কি আর কেও হবে?
হে হয়তবা , আমার থেকে ও রূপবতী হবে,
তবে ভালোবাসা এমন কোথাও কি পাবে?
https://www.facebook.com/obelargolpo77/
Comments
Post a Comment