পৃথিবী তুমি কবে সুস্হ হবে?
মনটা বড্ড পুড়ছে তোমার সাথে প্রেমটা ঠিক জমিয়ে রাখতে পারছি না,সারাক্ষন মনে হয় তোমায় ছেড়ে এই বুঝি চলে গেলাম,সময় বেশী নেই আর,কিন্তু আমারতো এখনো অনেক কথা বলার বাকি,শোনার বাকি।
চাঁদের সাথে নালিশ করা বাকি,মধ্য রাতে চাঁদের জ্যোস্নায় স্নান করা বাকি,কৃষ্ণচূড়ার হাস্যকর গল্পগুলো শোনা বাকি,চাঁদের বুড়ির ছড়িয়ে রাখা সুঁতো কুড়ানো বাকি,বুকের মাঝে লোকিয়ে রাখা স্বপ্ন গুলো ঘুমের ঘোরে দেখা বাকি।
তোমার অসুস্হতা আমাকে তোমার বুকে আরো বেশী করে জড়িয়ে থাকার স্বপ্ন টা পেয়ে বসেছে,কবে তুমি আবার আগের মতো হবে?
আমি প্রান খূলে আবার হাসবো,ভয়হীন হৃদয়ে তোমার বুকে বেঁচে থাকার স্বপ্ন দেখবো।মুক্ত আকাশের নীচে চোখ বন্ধ করে আক্সিজেন নিব,আবার কবে প্রিয়ার হাতটি ধরে তোমার সামনে এসে দাঁড়াবো,বলোনা???
প্লিজ তুমি সমস্ত অভিমান ভুলে আমাদের ক্ষমা করে আবার সুস্হ হয়ে যাও।অনেক ভালোবাসি তোমায়।।"
©Ke Ya
Comments
Post a Comment