Posts

Image
ইদানীং তোমার কথা খুব মনে পড়ছে। খুব মনে পড়ে অন্য কারো হাত ধরার জন্য আমার হাত ছাড়া সেই তুমিকে। কথা ছিলো মৃত্যু ছাড়া অন্য কিছু আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু জানো তো ভুল ছিলো, সবটা মিথ্যে বলেছিলে তুমি।  অনেকদিন কথা হয় না কেমন আছো জানা নেই কিন্তু জানো তো শেষবারের মতো বলতে ইচ্ছে করে "সাবধানে চলো নিলা"।কিন্তু সে ভাগ্য আমার নেই। আমায় নিয়ে ভেবো না, জানি ভাবার সময় ও নেই কারন তোমার পৃথিবী জুড়ে আজ অন্য কেউ তবুও বলবো আমি ভালো আছি। তোমার মনে আছে নিলা?আগে আমি সিগারেট স্পর্শ করতাম না কারন তখন তুমি ছিলে আর এখন আমার এক প্যাকেট সিগারেট না হলে হয়ই না। এখনো গভীর রাতে তোমার বাসার তোমার রুমের বারান্দার দিকে তাকিয়ে থাকি হয়তো এই আমার নিলা এলো। কিন্তু হায়! তুমি আসো না। একরাশ নিরবতা নিয়ে ফিরে যাই নিজের ঠিকানায়। আত্মসম্মানের ভয়ে তোমায় বলা হয় না " ভালো আছো নিলা?"অধিকার যে নেই আজ।তাই দুর থেকেই প্রতি মোনাজাতে বলি ভালো থাকুক আমার ভালোবাসা। . ~ঈশানা ঈহা
Image
দেখোইনা একবার ভালোবেসে, থাকবে তুমি আমার নিশ্বাসে। দেখোইনা একচিলতে হেসে, দুঃখকে তাড়িয়ে দেবো ভালোবেসে। দেখোই না এই চোখে চোখ রেখে, কতটা ভালোবাসা জমিয়ে  রেখেছি দু নয়নের বাকে। জানি  তুমি আসবে না, আমায় ভালোবাসবে না, হয়তো তোমার স্বপ্নে ও আমি থাকি না, তাও একটা প্রহর ও তোমায় ভাবনাবিহীন কাটে না। এই স্নিগ্ধ আধারে ও তোমায় খুজি, আমি তোমাতেই ভাবি যখনি 'দু' চোখ বুঝি। দেখোইনা একটিবার ভেবে, আমার মতো কি আর কেও হবে? হে হয়তবা , আমার থেকে ও  রূপবতী হবে, তবে ভালোবাসা এমন কোথাও কি পাবে? https://www.facebook.com/obelargolpo77/
Image
পৃথিবী তুমি কবে সুস্হ হবে? মনটা বড্ড পুড়ছে তোমার সাথে প্রেমটা ঠিক জমিয়ে রাখতে পারছি না,সারাক্ষন মনে হয় তোমায় ছেড়ে এই বুঝি চলে গেলাম,সময় বেশী নেই আর,কিন্তু আমারতো এখনো অনেক কথা বলার বাকি,শোনার বাকি। চাঁদের সাথে নালিশ করা বাকি,মধ্য রাতে চাঁদের জ্যোস্নায় স্নান করা বাকি,কৃষ্ণচূড়ার হাস্যকর গল্পগুলো শোনা বাকি,চাঁদের বুড়ির ছড়িয়ে রাখা সুঁতো কুড়ানো বাকি,বুকের মাঝে লোকিয়ে রাখা স্বপ্ন গুলো ঘুমের ঘোরে দেখা বাকি। তোমার অসুস্হতা আমাকে তোমার বুকে আরো বেশী করে জড়িয়ে থাকার স্বপ্ন টা পেয়ে বসেছে,কবে তুমি আবার আগের মতো হবে? আমি প্রান খূলে আবার হাসবো,ভয়হীন হৃদয়ে তোমার বুকে বেঁচে থাকার স্বপ্ন দেখবো।মুক্ত আকাশের নীচে চোখ বন্ধ করে আক্সিজেন নিব,আবার কবে প্রিয়ার হাতটি ধরে তোমার সামনে এসে দাঁড়াবো,বলোনা??? প্লিজ তুমি সমস্ত অভিমান ভুলে আমাদের ক্ষমা করে আবার সুস্হ হয়ে যাও।অনেক ভালোবাসি তোমায়।। " ©Ke Ya
Image
যেখানে তোমার অনুভূতির দাম নিতান্ত সস্তা ঠিক সেইখানটায় তুমি বারবার বিক্রি করতে যাও... কি দরকার অকারণে খুচরো দামে নিজের অনুভূতি বিক্রি করার? কি দরকার!! . এই ভুলগুলো কিন্তু আদৌ ছোট না... আমরা একবার না দুইবার না আমরা বারবার এই ভুল করে থাকি এবং করতেই থাকি!! . যে তোমাকে বুঝতে চায় না, তাকে আগবাড়িয়ে বারবার ডাকার মানেই হয় না... যে তোমার আবেগকে সস্তা ফুলের তোড়া ভাবে, তাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো লজিকই নাই!! . ডিসিশন তোমার, ভালো থাকাটাও তোমার, তুমি বুঝে নাও!!🙂 © আহসান শেখ