ইদানীং তোমার কথা খুব মনে পড়ছে। খুব মনে পড়ে অন্য কারো হাত ধরার জন্য আমার হাত ছাড়া সেই তুমিকে।
কথা ছিলো মৃত্যু ছাড়া অন্য কিছু আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু জানো তো ভুল ছিলো, সবটা মিথ্যে বলেছিলে তুমি। 
অনেকদিন কথা হয় না কেমন আছো জানা নেই কিন্তু জানো তো শেষবারের মতো বলতে ইচ্ছে করে "সাবধানে চলো নিলা"।কিন্তু সে ভাগ্য আমার নেই। আমায় নিয়ে ভেবো না, জানি ভাবার সময় ও নেই কারন তোমার পৃথিবী জুড়ে আজ অন্য কেউ তবুও বলবো আমি ভালো আছি।
তোমার মনে আছে নিলা?আগে আমি সিগারেট স্পর্শ করতাম না কারন তখন তুমি ছিলে আর এখন আমার এক প্যাকেট সিগারেট না হলে হয়ই না।
এখনো গভীর রাতে তোমার বাসার তোমার রুমের বারান্দার দিকে তাকিয়ে থাকি হয়তো এই আমার নিলা এলো। কিন্তু হায়! তুমি আসো না। একরাশ নিরবতা নিয়ে ফিরে যাই নিজের ঠিকানায়।
আত্মসম্মানের ভয়ে তোমায় বলা হয় না " ভালো আছো নিলা?"অধিকার যে নেই আজ।তাই দুর থেকেই প্রতি মোনাজাতে বলি ভালো থাকুক আমার ভালোবাসা।
.
~ঈশানা ঈহা

Comments

Popular posts from this blog